দেশ জুড়ে মহা ধূমধামে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ২০০ বছরের ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল ভারত। গত ৭৩ বছর ধরে বিদেশী শক্তির হাত থেকে মুক্ত থাকলেও, কোথাও নিজেরাই নিজেদেরকে পরাধীন করে ফেলেছি। আজও আমাদের দেশে অ্যাসিড আক্রান্ত হয় মেয়েরা। নির্বিচারে হত্যা করা হয় বন্য পশুকে। উন্নয়নের নামে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি, যার প্রভাব হাতে নাতে টের পাওয়া যাচ্ছে লাগাতার খরা-বন্যায়। আজও লিঙ্গ, ধর্ম, ভাষাকে দুটি মানুষের ভালবাসার মধ্য়ে দেওয়াল হিসেবে তুলে ধরা হয়। তবে ভারতও এগোচ্ছে। ২০০ বছরের ব্রিটিশ শাসন একদিনে উপরে ফেলা যায়নি। এইসব পরাধিনতার হাত থেকে দ্রুত দেশকে মুক্ত করাই হোক ৭৩তম স্বাধীনতা দিবসের শপথ।