গোরক্ষপুর থেকেই প্রার্থী হচ্ছেন যোগী আদিত্যনাথ। অসময়ে দীপাবলির উৎসবে মেতেছে গোরক্ষপুরের মানুষ। অযোধ্য নাহলে গোরক্ষপুর থেকে প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর। অবশেষে শনিবার ঘোষণা হয় গোরক্ষপুর থেকেই প্রার্থী হচ্ছেন তিনি।
উত্তরপ্রদেশে বেজে গিয়েছে ভোটের দামামা। উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। জোর কদমে চলছে এখন সেখানে প্রস্তুতি। আগামী মাসেই রয়েছে সেখানে ভোট। মোট ৭ দফায় ভোট রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা দেশ। ফেব্রুয়ারি মাসেই রয়েছে উত্তরপ্রদেশে নির্বাচন। গোরক্ষপুর থেকেই প্রার্থী হচ্ছেন যোগী আদিত্যনাথ। অসময়েও যেন দীপাবলির উৎসবে মেতেছে গোরক্ষপুরের মানুষ। সেখানে রীতিমত আতসবাজি ফাটাতেও দেখা গিয়েছে। অযোধ্য নাহলে গোরক্ষপুর থেকে প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর। অবশেষে শনিবার ঘোষণা হয় গোরক্ষপুর থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। ঘোষণার পর থেকেই উৎসবের মেজাজ গোরক্ষপুরে। প্রসঙ্গত, শনিবার প্রথম দফায় ১০৭ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপি। তাতেই দেখা যায় গোরক্ষপুর থেকেই প্রার্থী হচ্ছেন যোগী আদিত্যনাথ। এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই সঙ্গেই ৬৩ জন বিদায়ী বিধায়কও তালিকায় রয়েছেন।