এবছর জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে। গত দুসপ্তাহের বেশি সময় ধরে শৈত্য প্রবাহ চলছে রাজধানী দিল্লিতে। নভেম্বর থেকেই তুষারপাত শুরু হয়েছে উত্তরখণ্ড জুড়ে। নতুন বছরের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকল।
এবছর জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে। গত দুসপ্তাহের বেশি সময় ধরে শৈত্য প্রবাহ চলছে রাজধানী দিল্লিতে। নভেম্বর থেকেই তুষারপাত শুরু হয়েছে উত্তরখণ্ড জুড়ে। নতুন বছরের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকল। বছরের দ্বিতীয় দিন নতুন করে তুষারপাত হল চামোলি এবং পিথারগড়ে। চারপাশ ছেয়ে গিয়েছে সাদা বরফের চাদরে। বাড়ির ছাদ থেকে গাছপালা, সবকিছুর উপরেই পরেছে সাদা বরফের আস্তরণ। পর্যটকরা বরফ পেয়ে খুশি হলেও বিপর্যস্ত হচ্ছে জনজীবন। রাস্তা সাদা বরফের চাদরে ঢেকে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।