ফুটবলের প্রতি আজন্ম ভালবাসা রয়েছে কমবেশি সব বাঙালিরই। তবে হাতিও যে ফুটবল খেলতে ভালবাসে তা দেখা যাবে কর্ণাটকের ডুবারে এলিফেন্ট ক্যাম্পে গেলে। সেখানে খোলা মাঠে ফুটবল খেলতে দেখা যায় হাতির দলকে।
ফুটবলের প্রতি আজন্ম ভালবাসা রয়েছে কমবেশি সব বাঙালিরই। তবে হাতিও যে ফুটবল খেলতে ভালবাসে তা দেখা যাবে কর্ণাটকের ডুবারে এলিফেন্ট ক্যাম্পে গেলে। সেখানে খোলা মাঠে ফুটবল খেলতে দেখা যায় হাতির দলকে। এইসব হাতিরা আবার যে সে হাতি নয় কিন্তু। মহিশূর দশেরা উৎসবে অংশ নিয়েছিল এই হাতিরাই। প্রশিক্ষণপ্রাপ্ত এই হাতির দল জাম্বো নামেই পরিচিত। উৎসব শেষে এখন কোডাগু জেলার এলিফেন্ট ক্যাম্পে রয়েছে এরা। সেখানেই ঘুরতে আসা দর্শকদের নিজেদের পায়ের জাদু দেখিয়ে মন জিতছে জাম্বোর দল।