কর্নাটকে হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি। হিজাবকে কেন্দ্র করে বারংবার অশান্তির ছবি উঠে আসছে সামনে। হিজাব প্রসঙ্গ নিয়ে এশিয়ানেটের মুখোমুখি কেরলের রাজ্যপাল।
কর্নাটকে হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি। হিজাবকে কেন্দ্র করে বারংবার অশান্তির ছবি উঠে আসছে সামনে। হিজাব প্রসঙ্গ নিয়ে এশিয়ানেটের মুখোমুখি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। ভারতে মহিলারা অনেক উন্নতি করেছেন তাঁদের পিছিয়ে রাখতেই এই হিজাব। এটি মুসলিম মহিলাদের পোশাক রীতির অংশ নয়। পড়াশোনার দিকে মেয়েদের আরও এগিয়ে যেতে হবে, এশিয়ানেটের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আরিফ মহম্মদ খান। মেয়েরা বর্তমান সমাজে উন্নতির শিখড়ে পৌঁছে গিয়েছে। তারা এখন যুদ্ধ বিমান পর্যন্ত চালাচ্ছে। এখন কোনও দিক থেকেই পিছিয়ে নেই মেয়েরা। তেমনই মুসলিম মেয়েরাও এখন অনেক এগিয়ে গিয়েছে। এই মিসলিম মেয়েদের পিছিয়ে রাখতেই এমনটা করা হচ্ছে বলেও জানান তিনি। হিজাব নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। মেয়েদের শিক্ষার ওপরে প্রভাব ফেলতেই এমনটা পরিকল্পনা করে করা হয়েছে বলে দাবি রাজ্যপাল আরিফ মহম্মদ খান-এর।