মুখোমুখি সাক্ষাৎকারে নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ। বিজেপির জয় নিশ্চিত, জানাল নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ। পাশাপাশি বিরোধী দলকে বিঁধতেও ছাড়লেন না তিনি। 'বিজেপির সঙ্গে আছে সাধারণ মানুষ'- সঞ্জয় নিষাদ।
উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে 'নিষাদ পার্টি'। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের সঙ্গে নির্বাচনী গাঁটছড়া বেঁধেছে 'আপনা দল' এবং 'নিষাদ পার্টি। 'ওবিসি ভোট পেতেই এই বিশেষ পদক্ষেপ বিজেপি-র। মুখোমুখি সাক্ষাৎকারে নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ। বিজেপির জয় নিশ্চিত, জানাল নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ। পাশাপাশি বিরোধী দলকে বিঁধতেও ছাড়লেন না তিনি। 'বিজেপির সঙ্গে আছে সাধারণ মানুষ'- সঞ্জয় নিষাদ। এশিয়ানেটের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ মানুষ আর ভুল করবে না। তাঁরা বিজেপির পাশেই আছে বলে জানান তিনি। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সেই দিকেই তাকিয়ে এখন গোটা দেশ। উত্তরপ্রদেশ নির্বাচনের আগের প্রতিদিন নতুন নতুন ঘটনা সামনে আসছে। আরও একবার কি যোগী সরকারই সেখানে ফিরবে তা জানতেই এখন সবার নজর উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে। সেখানে ৪০৩ আসনের মধ্যে ১৫ আসনে লড়বে নিষাদ পার্টি।