১৮৮৫ সালে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অংশ হয়েছিল মিগ-২৭। কার্গিল যুদ্ধে তার অসাধারণ অবদানের জন্য ভারতীয় বায়ুসেনার থেকে পেয়েছিল বাহাদুর খেতাব। সেই মিগ-২৭ এবার অবসর নিল। তার আগে শুক্রবার শেষবারের জন্য আকাশে দেখা গেল এই যুদ্ধবিমানকে।
১৮৮৫ সালে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অংশ হয়েছিল মিগ-২৭। কার্গিল যুদ্ধে তার অসাধারণ অবদানের জন্য ভারতীয় বায়ুসেনার থেকে পেয়েছিল বাহাদুর খেতাব। সেই মিগ-২৭ এবার অবসর নিল। তার আগে শুক্রবার শেষবারের জন্য আকাশে দেখা গেল এই যুদ্ধবিমানকে।
টানা তিন দশক ভারতীয় বিমান বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ ছিল মিগ-২৭। আগেই অবসর দেওয়া হয়েছে মিগ-২৩ বিএ, মিল-২৩ এবং পিয়োর মিগ-২৭ কে। এবার মিগ-২৭ কেও অবসর দেওয়া হল। তারআহে যোধপুরের এয়ার ফোর্স স্টেশন থেকে শেষবার আকাশে উড়ল মিগ -২৭। বাহাদুরের বিদায় উপলক্ষ্যে ভারতীয় বায়ুসেনার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।