'কোরান নিয়ে বিভ্রান্ত তৈরি করার খেলা বহুদিন ধরেই চলছে', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরিফ মহম্মদ খান

এখন আলোচনার কেন্দ্রে কেরলের (Kerala) বিতর্কিত রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। একসময় মুসলিম পার্সোনাল ল (Muslim Personal Law) বিলের প্রতিবাদ করে জাতীয় কংগ্রেস (Congress) ছেড়েছিলেন তিনি। তারপর বিজেপিতে (BJP) ছিলেন। সাম্প্রতিক সময়ে হিজাব বিতর্ক (Hijab Controversy) থেকে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Law) লাগুর মতো বিষয় নিয়ে মুখ খুলে, রাজনৈতিক মহলের চর্চায় আছেন এই নেতা। 

কোরান নিয়ে বিভ্রান্ত তৈরির করার অভিযোগ আনলেন কেরলের রাজ্যপাল আরিফ মহমম্দ খান। এশিয়ানেট নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতা থাকলে কেউ তাঁকে কোরানের উদ্ধৃতাংশ শোনাক। কোরান না দেখে এটা করতে হবে। তাঁর অভিযোগ, আসলে সকলেই যখন কিছু কোট করতে হয় বলে দেয় যে কোরানে এমন বলা হয়েছে। এরপর আর কেউ যাচাই করে দেখে না কোরানের আদৌ সে কথা বলা হয়েছে কি না অথবা কোরানের কোথায় বলা হয়েছে সেই বিষয়ে কেউ চক্ষুপাত করে না। আর এরই সুযোগ নিয়ে একদল মানুষ কোরান নিয়ে অযথা বিভ্রান্তি বাড়িয়ে যায় এবং নিজেদের ফায়দা তোলে। আরিফ মহম্মদ খানের মতে তিনি ১৯৮৬ সাল থেকে কোরান নিয়ে এমন বিভ্রান্তিকর কথাবার্তার বিরোধিতা করে আসছেন। এমনকী শাহবানো মামলাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোরান নিয়ে কীভাবে তথ্যকে বিকৃত করা হয়। তাই আরিফ মনে করছেন কোরান নিয়ে সঠিক ধারনা জনমানসে গড়ে ওঠা দরকার। এর জন্য প্রয়োজনে তিনি কোরানের শিক্ষকতা দিতেও রাজি রয়েছেন। 

05:02Mahakumbh Fire : দাউ দাউ করে জ্বলছে ক্যাম্প! কিভাবে লাগল আগুন! মহাকুম্ভে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাংশ12:42Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি12:41গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি09:12PM Modi: দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি02:07থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও08:54PM Modi : বাংলাদেশ তো মশা, টিকবে না পাকিস্তান! মোদীর এক চালে বিশাল ক্ষমতা বাড়ল নৌসেনার09:42মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন03:24PM Modi : 'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' নাম না নিয়েই ঢাকাকে চরম বার্তা মোদীর04:44Mahakumbh 2025 : মকর সংক্রান্তিতে শুরু মহাকুম্ভ মেলা ২০২৫, ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ মানুষ03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর