'কোরান নিয়ে বিভ্রান্ত তৈরি করার খেলা বহুদিন ধরেই চলছে', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরিফ মহম্মদ খান

'কোরান নিয়ে বিভ্রান্ত তৈরি করার খেলা বহুদিন ধরেই চলছে', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরিফ মহম্মদ খান

Published : Feb 14, 2022, 11:26 PM ISTUpdated : Feb 14, 2022, 11:39 PM IST

এখন আলোচনার কেন্দ্রে কেরলের (Kerala) বিতর্কিত রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। একসময় মুসলিম পার্সোনাল ল (Muslim Personal Law) বিলের প্রতিবাদ করে জাতীয় কংগ্রেস (Congress) ছেড়েছিলেন তিনি। তারপর বিজেপিতে (BJP) ছিলেন। সাম্প্রতিক সময়ে হিজাব বিতর্ক (Hijab Controversy) থেকে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Law) লাগুর মতো বিষয় নিয়ে মুখ খুলে, রাজনৈতিক মহলের চর্চায় আছেন এই নেতা। 

কোরান নিয়ে বিভ্রান্ত তৈরির করার অভিযোগ আনলেন কেরলের রাজ্যপাল আরিফ মহমম্দ খান। এশিয়ানেট নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতা থাকলে কেউ তাঁকে কোরানের উদ্ধৃতাংশ শোনাক। কোরান না দেখে এটা করতে হবে। তাঁর অভিযোগ, আসলে সকলেই যখন কিছু কোট করতে হয় বলে দেয় যে কোরানে এমন বলা হয়েছে। এরপর আর কেউ যাচাই করে দেখে না কোরানের আদৌ সে কথা বলা হয়েছে কি না অথবা কোরানের কোথায় বলা হয়েছে সেই বিষয়ে কেউ চক্ষুপাত করে না। আর এরই সুযোগ নিয়ে একদল মানুষ কোরান নিয়ে অযথা বিভ্রান্তি বাড়িয়ে যায় এবং নিজেদের ফায়দা তোলে। আরিফ মহম্মদ খানের মতে তিনি ১৯৮৬ সাল থেকে কোরান নিয়ে এমন বিভ্রান্তিকর কথাবার্তার বিরোধিতা করে আসছেন। এমনকী শাহবানো মামলাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোরান নিয়ে কীভাবে তথ্যকে বিকৃত করা হয়। তাই আরিফ মনে করছেন কোরান নিয়ে সঠিক ধারনা জনমানসে গড়ে ওঠা দরকার। এর জন্য প্রয়োজনে তিনি কোরানের শিক্ষকতা দিতেও রাজি রয়েছেন। 

04:53বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী
10:10Tejas Crash : শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তেজস-কে বাঁচাতে, চোখের জলে শেষ বিদায় শহিদ পাইলটকে