প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১১ জুন (১৮৫৫) প্রথম সূর্য রশ্মির বিভাজন আবিষ্কার হয়। বৈজ্ঞানিক যন্ত্রপাতি মাধ্যমে এই আবিষ্কার হয়। ১৯৩৭ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন গণেশ পাইন। বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার ছিলেন তিনি। ১১ জুন (১৯৬২) ছবি বিশ্বাসের মৃত্যু হয়। ভারতীয় বাঙালি প্রখ্যাত অভিনেতা ছিলেন তিনি। ১৯৯৭ সালে আজকের দিনেই মৃত্যু হয় মিহির সেন -এর। বাঙালি আন্তর্জাতিক সাঁতারু ছিলেন তিনি।