প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯১৩ সালের আজকের দিনেই সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়। বিখ্যাত শিশু পত্রিকা হিসেবে পরিচিত সন্দেশ। আজকের দিনটি আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালন হয়। ১৮৮৬ সালে এই দিনটি প্রথম বিশেষ দিনের মর্যাদা পায়। গুজরাট ও মহারাষ্ট্রের জন্ম হয় আজকের দিনেই। ১৯৬০ সালে পশ্চিম ভারতের এই দুই নতুন প্রদেশ জন্ম নেয়। ১ এপ্রিল জন্মগ্রহণ করেন মান্না দে। ভারতের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ও সুরকার হিসেবে পরিচিত তিনি।