প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯১২ সালে আজকের দিনে অজিতকৃষ্ণ বসু -র জন্ম হয়।, একজন বাঙালি জাদুকর এবং সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি। ৩ জুলাই (১৯৪১) আদুর গোপালকৃষ্ণন -এর জন্মদিন। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক তিনি। ৩ জুলাই (১৯৩২) স্বর্ণকুমারী দেবী -র মৃত্যু দিন। বাঙালি কবি ও সমাজকর্মী ছিলেন তিনি। ২০২০ সালে আজকের দিনে সরোজ খান -এর মৃত্যু হয়। বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক ছিলেন তিনি।