প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮৬৬ সালের আজকের দিনে নগেন্দ্রনাথ বসু -র জন্ম হয়। বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সম্পাদক ছিলেন তিনি। ৬ জুলাই (১৯০১) ভারত কেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম হয়। বিজেপি -র প্রতিষ্ঠা তিনি। ২০০২ সালের আজকের দিনে ধীরুভাই অম্বানীর মৃত্যু হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ -এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ৬ জুলাই (১৯৮৬) জগজীবন রাম -এর মৃত্যু হয়। ভারতের চতুর্থ উপ-প্রধানমন্ত্রী ছিলেন তিনি।