প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৪৯৭ সালে আজকের দিনে ভাস্কো ডা গামা ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। লিসবন থেকে যাত্রা শুরু হয় তাঁর। ৮ জুলাই (১৯১৪) জ্যোতি বসু -র জন্ম হয়। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৬৬ সালে আজকের দিনে রেবতী -র জন্ম হয়। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক ছিলেন। ১৯৭২ সালে আজকের দিনে সৌরভ গঙ্গোপাধ্যায় -এর জন্মহয়। ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক। ৮ জুলাই (২০০৩) সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। বাঙালি কবি ও গদ্যকার ছিলেন তিনি।