প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯২৫ সালে আজকের দিনে গুরু দত্ত -র জন্ম হয়। চলচ্চিত্র পরিচালক, এবং অভিনেতা হিসাবে জনপ্রিয় তিনি। ৯ জুলাই (১৯৩৮) সঞ্জীব কুমারের জন্ম হয়। একজন ভারতীয় অভিনেতা হিসাবে জনপ্রিয় তিনি। ১৯৯৯ সালে আজকের দিনে অশোক মিত্র -র মৃত্যু হয়। গবেষক এবং প্রাবন্ধিক ছিলেন তিনি। ৯ জুলাই (২০২০) রঞ্জন ঘোষালের মৃত্যু হয়। ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী এবং নাট্যব্যক্তিত্ব ছিলেন তিনি।