শনিবার ভরতের জন্য ছিল একটি দারুন দিন। এদিন ভারত আটটি চিতা পেয়েছে। এই দেশে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল দীর্ঘ সাত দশক আগেই। দীর্ঘ প্রচেষ্টার পরই চিতাগুলি ভারতে আনা হয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল এই দিন। তিনি চিতাগুলিকে জঙ্গলে ছেড়েছেন। চিতাগুলিকে বিশেষ বিমানে করে ভারতে আনা হয়েছে। এক নজরে দেখুন সেই বিশেষ বিমানের ভিরতটা কেমন ছিল।
চিতাগুলিকে আনা হয়েছে বোয়িং ৭৪৭ এ ওয়াইল্ড কার্ড-এ চিতাগুলি এই দেশে এসেছে। প্রজেক্ট চিতা, যার অধীনে সাত দশক আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতাগুলি ভারতে আনা হয়েছে সেগুলি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে এই বিশেষ ইদ্যোগ গ্রহণ করা হয়েছিল।