বুধবার, তামিলনাড়ুর কুনুরে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। সেনার উচ্চপদস্থ অফিসার ছিলেন কপ্টারে। কপ্টারে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতও।
বুধবার, তামিলনাড়ুর (Tamilnadu) কুনুরে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। সেনার উচ্চপদস্থ অফিসার ছিলেন কপ্টারে। কপ্টারে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতও (Indian Army)। বিপিন রাওয়াতের (Gen Bipin Rawat) পরিবারের সদস্যও ছিলেন বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনজনকে উদ্ধার করা গিয়েছে। চতুর্থ ব্যক্তির খোঁজ এখনও চলছে বলে জানা গিয়েছে। ৩জনকে গুরুতর আহত অবস্থায় সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। নীলগিরি জেলার ওয়েলিংটন সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে মোট ১৪ জন ছিলেন বলে জানা গিয়েছে। জেলারেল রাওয়াত ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী মধু রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিডার, লেফ্টেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বিপীন সাই তেজা এবং হাবিলদার সতপাল।