মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা মুকুল সাংমা। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। ১২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। মানস ভুঁইয়া এবং মলয় ঘটকের উপস্থিতিতে তাঁরা যোগ দিলেন।
আগে থেকেই শোনা যাচ্চিল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন মুকুল সাংমা। জল্পনা সত্যি করে অবশেষে তৃণমূলে যোগ দিলেন মুকিল সাংমা সহ ১২ জন বিধায়ক। মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা মুকুল সাংমা, এদিন মলয় ঘটকের হাত থেকে তাঁরা পতাকা তুলে নেন। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। ১২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। মানস ভুঁইয়া এবং মলয় ঘটকের উপস্থিতিতে তাঁরা যোগ দিলেন। আগে সেখানে কংগ্রেস বিধায়ক সংখ্যা ছিল ১৮ এখন তা কমে হল ৬। তৃণমূলে যোগ দেওয়ায় কমে গেল সেখানকার কংগ্রেস বিধায়ক সংখ্যা। ২০১০ সাল থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। বর্তমানে তিনি ওই রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে মুকুলের দল ছাড়ায় মেঘালয়ে কংগ্রেসে বড় ক্ষতি বলেই মনে করা হচ্ছে।