বৃহস্পতিবার সারা দেশে ধূমধাম করে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। তবে বাকিদের থেকে একটু অন্যরকম ভাবে দেশকে সম্মান জানালেন পুদুচেরির ডাইবার নবীন অ্যাডাম। এদিন সকালে তিনি তেরঙ্গা পতাকা নিয়ে ঝাঁপ দেন জলের ৬০ ফুট গভীরে। দুহাতে তেরঙ্গাকে তুলে ধরে জলের মধ্য দিয়ে এগিয়ে যান তিনি। বাতাসে যেরকম পতাকা পতপত করে ওড়ে, সেভাবেই জলের নিচেও পতপত করে উড়ল ভারতের জাতীয় পতাকা।
বৃহস্পতিবার সারা দেশে ধূমধাম করে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। তবে বাকিদের থেকে একটু অন্যরকম ভাবে দেশকে সম্মান জানালেন পুদুচেরির ডাইবার নবীন অ্যাডাম। এদিন সকালে তিনি তেরঙ্গা পতাকা নিয়ে ঝাঁপ দেন জলের ৬০ ফুট গভীরে। দুহাতে তেরঙ্গাকে তুলে ধরে জলের মধ্য দিয়ে এগিয়ে যান তিনি। বাতাসে যেরকম পতাকা পতপত করে ওড়ে, সেভাবেই জলের নিচেও পতপত করে উড়ল ভারতের জাতীয় পতাকা।