দিল্লির উদ্দেশে এগিয়ে চলেছে বজ্র জয়ন্তী যাত্রা , প্রায় আড়াই মাসের এই সফরে বজ্র জয়ন্তী যাত্রা ছুঁয়ে যাচ্ছে বিভিন্ন স্থান
দিল্লির উদ্দেশে এগিয়ে চলেছে বজ্র জয়ন্তী যাত্রা ,প্রায় আড়াই মাসের এই সফরে বজ্র জয়ন্তী যাত্রা ছুঁয়ে যাচ্ছে বিভিন্ন স্থান | ১৪ জুন তিরুঅনন্তপুরম থেকে বজ্র জয়ন্তী যাত্রার সফর শুরু হয়েছে , এবার টিম বজ্র জয়ন্তী যাত্রা পৌঁছেছে কেরালা কালামণ্ডলম সেন্টারে |
কেরলের এক প্রাচীন কলা এই কালামণ্ডলম ,স্বাধীনতার ইতিহাসে কীভাবে জড়িয়ে রয়েছে কালামণ্ডলম সে কাহিনি উঠে আসে | টিম বজ্র জয়ন্তী যাত্রা-র সামনে সেই কাহিনি তুলে ধরা হয় | এছাড়াও দলের সদস্যরা ভাল্লাথোল মেমোরিয়ালেও যায় | নীলা ক্যাম্পাসেও বিভিন্ন থিয়েটার পরিদর্শন করে দলের সদস্যরা