'মেরা ভারত মহান' এই মন্ত্রই যেন জপ করে চলেছে ভারতীয় সেনারা। আর সেই সঙ্গেই দেশের জন্য প্রতিনিয়ত চলছে তাঁদের লড়াই। দেশকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত ভারতীয় সেনারা। দেশের জন্য নিয়জিত তাঁদের প্রাণ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই কাটে তাঁদের প্রতিটা মুহুর্ত। তাঁদের এই বলিদান আমাদের রাতের নিশ্চিন্তের ঘুম এনে দেয়। দেশের জন্য যেকোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতেই তাঁরা প্রস্তুত। ১৫ জানুয়ারি ভারতীয় সেনা দিবসে কুর্ণিশ তাঁদের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মধ্যে দিয়ে উঠে আসে ভারতীয় সেনাদের সমস্ত কঠিন পরিস্থিতির ছবি। যা আবারও মনে করিয়েদেয় দেশের জন্য তাঁদের এই বলিদান অমূল্য।