বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েকের অভিনব শিল্পকলা। যোগ দিবসে বালিতে ফুটিয়ে তুললেন অসাধারন কারুকার্য। বালিতে এই শিল্প সৃষ্টি করে বিশ্বকে দিলেন যোগ দিবসের বার্তা। যোগ দিবসে এই শিল্পকলা সকলকে অভিভুত করেছে।
বিশেষ দিনগুলিতে তিনি এই ধরনের শিল্প সৃষ্টি করেন। এবছর তিনি বালি দিয়ে যোগ দিবসের গুরুত্ব তুলে ধরেছেন।