ভারতবাসী এখন তাকিয়ে রয়েছে রবিবারের দিকে। কারণ, ওই দিন ভারতের বুক থেকে চাঁদের উদ্দেশে পাড়ি জমাবে চন্দ্রযান ২। এই মুহূর্তে শেষ প্রস্তুতি চলছে। এই অভিযান সফল হলে ভারত বিশ্বের চতুর্থ দেশ হবে যারা চাঁদের মহাকাশ যানকে ল্যান্ড করালো। এই অভিযান ভারতীয় মহাকাশ বিজ্ঞানকে অনেক দূর এগিয়ে দেবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে ভারতের বাজারে অপো তাদের কে ৩ মোবাইল ফোন বাজারে ছাড়ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ফোন গ্রাহকদের নজর টানবে বলেই মনে করছে অপো।