চার দিনের সফরে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি দিল্লি গিয়েছেন। একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর দিল্লিতে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করার কথা রয়েছে তাঁর।
চার দিনের সফরে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি দিল্লি গিয়েছেন। একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর দিল্লিতে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করার কথা রয়েছে তাঁর। রাজ্যের একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। যার মধ্যে অন্যতম বিষয়, বিএসএফ ইস্যু। দিল্লি যাওয়ার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানান তিনি। এদিন দিল্লি যাওয়ার আগে মমতা সাফ জানান, 'গায়ের জোড়ে এলাকা দখল করতে দেবো না।' সোমবার দিল্লি যাওয়ার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ। এদিন মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন পবন বর্মা এবং কীর্তি আজাদ। এদিনই জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্ণির সঙ্গেও বৈঠক করেন মমতা। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।