জ্ঞানব্যাপি মসজিদ বিতর্কে মুখ খুললেন কঙ্গণা রানাওয়াত। বৃহস্পতিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি। সেখানেই সংবাদমাধ্যমের সামনে জ্ঞানব্যাপি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন ভগবান শিবের কোনও নির্মাণের দরকার নেই।
জ্ঞানব্যাপি মসজিদ বিতর্কে মুখ খুললেন কঙ্গণা রানাওয়াত। বৃহস্পতিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি। সেখানেই সংবাদমাধ্যমের সামনে জ্ঞানব্যাপি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন ভগবান শিবের কোনও নির্মাণের দরকার নেই। যেমন মথুরারর সর্বত্র শ্রীকৃষ্ণ রয়েছেন, অযোধ্যার সবখানে যেমন রাম বিরাজ করেন, কাশীর সর্বত্র শিব বিরাজ করেন, তেমনি সব জায়গাতেই এরা রয়েছেন। সুতরাং, শিবের জন্য কোনও নির্মাণের দরকার নেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্দির প্রাঙ্গণে হর-হর মহাবেব বলেও স্লোগান দেন কঙ্গণা। মুক্তি পাচ্ছে কঙ্গণা রানাওয়াতের ছবি ধাকর। সেই ছবির প্রচারের জন্য এখন দেশের বিভিন্নস্থানে ঘুরে বেড়াচ্ছেন কঙ্গণা। তিনি জানান মণিকর্নিকার শ্যুটিং-এর সময়ও তাঁকে দীর্ঘদিন বারাণসীতে থাকতে হয়েছিল। তাঁর একাধিক শ্যুটিং স্পট পড়েছিল বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। ধাকড়ের কিছুও অংশ শ্যুট হয়েছে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে বলে জানান কঙ্গণা। কঙ্গণার সঙ্গেই ছবির প্রচারে বেরিয়েছেন দিব্যা দত্ত এবং অর্জুন রামপাল। ২০ মে মুক্তি পাচ্ছে ছবিটি। বারাণসীতে আসার আগে কপিল শর্মার শো-তেও ছবির অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে প্রোমেশন করেছিলেন কঙ্গণা। কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ঘাটে বিশেষ আরতিতেও অংশ নেন কঙ্গণা। এদিন জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক নিয়ে কঙ্গণার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে। এই মন্তব্য এমন একটা সময়ে এসেছে যখন সুপ্রিম কোর্ট বারাণসীর জেলা শাসককে জ্ঞানব্যাপী মসজিদের চত্বরের ওয়াজু খানাকে সুরক্ষিত করতে নির্দেশ দিয়েছে। কারণ দাবি করা হচ্ছে যে এইখানেই একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। একটা ভিডিওগ্রাফিক সমীক্ষা চালানোর সময় একটি শিবলিঙ্গের ছবি নজরে এসেছিল বলে জানা গিয়েছে।