'চারিদিকেই রয়েছেন হরহর মহাদেব', 'জ্ঞানব্যাপি বিতর্ক'-এ কাশী বিশ্বনাথে বললেন কঙ্গণা

'চারিদিকেই রয়েছেন হরহর মহাদেব', 'জ্ঞানব্যাপি বিতর্ক'-এ কাশী বিশ্বনাথে বললেন কঙ্গণা

Published : May 19, 2022, 06:50 PM IST

জ্ঞানব্যাপি মসজিদ বিতর্কে মুখ খুললেন কঙ্গণা রানাওয়াত। বৃহস্পতিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি। সেখানেই সংবাদমাধ্যমের সামনে জ্ঞানব্যাপি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন ভগবান শিবের কোনও নির্মাণের দরকার নেই। 
 

জ্ঞানব্যাপি মসজিদ বিতর্কে মুখ খুললেন কঙ্গণা রানাওয়াত। বৃহস্পতিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি। সেখানেই সংবাদমাধ্যমের সামনে জ্ঞানব্যাপি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন ভগবান শিবের কোনও নির্মাণের দরকার নেই। যেমন মথুরারর সর্বত্র শ্রীকৃষ্ণ রয়েছেন, অযোধ্যার সবখানে যেমন রাম বিরাজ করেন, কাশীর সর্বত্র শিব বিরাজ করেন, তেমনি সব জায়গাতেই এরা রয়েছেন। সুতরাং, শিবের জন্য কোনও নির্মাণের দরকার নেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্দির প্রাঙ্গণে হর-হর মহাবেব বলেও স্লোগান দেন কঙ্গণা। মুক্তি পাচ্ছে কঙ্গণা রানাওয়াতের ছবি ধাকর। সেই ছবির প্রচারের জন্য এখন দেশের বিভিন্নস্থানে ঘুরে বেড়াচ্ছেন কঙ্গণা। তিনি জানান মণিকর্নিকার শ্যুটিং-এর সময়ও তাঁকে দীর্ঘদিন বারাণসীতে থাকতে হয়েছিল। তাঁর একাধিক শ্যুটিং স্পট পড়েছিল বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। ধাকড়ের কিছুও অংশ শ্যুট হয়েছে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে বলে জানান কঙ্গণা। কঙ্গণার সঙ্গেই ছবির প্রচারে বেরিয়েছেন দিব্যা দত্ত এবং অর্জুন রামপাল। ২০ মে মুক্তি পাচ্ছে ছবিটি। বারাণসীতে আসার আগে কপিল শর্মার শো-তেও ছবির অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে প্রোমেশন করেছিলেন কঙ্গণা। কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গার ঘাটে বিশেষ আরতিতেও অংশ নেন কঙ্গণা। এদিন জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক নিয়ে কঙ্গণার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে। এই মন্তব্য এমন একটা সময়ে এসেছে যখন সুপ্রিম কোর্ট বারাণসীর জেলা শাসককে জ্ঞানব্যাপী মসজিদের চত্বরের ওয়াজু খানাকে সুরক্ষিত করতে নির্দেশ দিয়েছে। কারণ দাবি করা হচ্ছে যে এইখানেই একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। একটা ভিডিওগ্রাফিক সমীক্ষা চালানোর সময় একটি শিবলিঙ্গের ছবি নজরে এসেছিল বলে জানা গিয়েছে। 

06:32'মা কালীর ভূমির সঙ্গে আজ মা কামাখ্যা জুড়ে গেল' বন্দে ভারত উদ্বোধনে বিরাট বার্তা মোদীর
12:52মুম্বই সহ মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড় জয়ের উচ্ছ্বাস বিজেপির, এবার কি বাংলাতেও গেরুয়া ঝড়
19:34মরুশহরে শক্তির গর্জন, ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ও সাহসিকতার সামরিক প্যারেড
03:03IPAC-কাণ্ডে বড় ধাক্কা হাইকোর্টে তৃণমূলের! মমতাকে তীব্র আক্রমণ বিজেপির
09:31আদালতে নির্দোষ প্রমাণিত বাবা-মা, তবুও জার্মানিতে বন্দি ছোট্ট আরিহা, সাহায্য চাইল পরিবার
07:45'পাকিস্তানে ঢুকে গ্রাউন্ড অ্যাকশনের জন্য প্রস্তুত ছিল সেনা' কড়া বার্তা সেনাপ্রধানের
07:12মোদীর মোক্ষম চাল! 'ভারতই সবথেকে গুরুত্বপূর্ণ' দিল্লিতে পা রেখেই বার্তা মার্কিন রাষ্ট্রদূতের
07:12মোদীর মোক্ষম চাল! 'ভারতই সবথেকে গুরুত্বপূর্ণ' দিল্লিতে পা রেখেই বার্তা মার্কিন রাষ্ট্রদূত Sergio Gor
33:06'মন্দির লুট করা হয়েছে...' অজিত ডোভালের ৩৩ মিনিটের এই বক্তব্য ইতিহাস বদলে দেবে | NSA Ajit Doval
33:05অজিত ডোভালের 'বিজয় মন্ত্র' ৩৩ মিনিটের এই ভাষণ বদলে দেবে আপনার ভাবনা!