ইডি -র হাতে গ্রেফতার হলেন কেডি সিং। বুধবারে গ্রেফতার করা হয় তাঁকে। নারদকান্ডের মূল অভিযুক্ত ছিলেন কেডি সিং। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। কেডি -র গ্রেফতারিতে খুশি সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। ম্যাথু জানালেন, 'আজকে খুশির দিন'। নারদ স্টিং অপারেশনের মধ্যে দিয়েই ম্যাথু তুলে ধরেছিলেন দুর্নীতির ছবি। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে গ্রেফতার করা হল তাঁকে।