আরিফ খানের মতে মহিলাদের সৌন্দর্য লুকিয়ে রাখার জন্য নয়। মানুষ ভগবানের দান দেখতে পান মহিলাদের মধ্যে। তাই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিজাব প্রথার পরিবর্তন আনা উচিত।
কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan)কথায়, আগের সরকারগুলি নিয়ম এবং শৃঙ্খলা ভঙ্গকারী লোকদের সামনে মাথা নত করত, কিন্তু বর্তমান সরকার মাথা নত করছে না, তাই দেশের এই রক্ষণশীল ইস্যুগুলো সামনে চলে আসছে। এর পরিবর্তন প্রয়োজন। অতীতে, মেয়েদের এবং মহিলাদের মাটির নীচে চাপা দেওয়া হত। এখন তাদের চাপা দেওয়া হয় পর্দা এবং তিন তালাকের মতো নিয়মের নীচে। ধর্মকে বিভক্ত করা উচিত নয় বরং মানুষকে একত্রিত করে এমন ধর্ম মেনে চলা উচিত। যদি কোনও ধর্মের ড্রেসকোড শান্তি বা আইন ভঙ্গ করে (Religious Dress Code), তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের রয়েছে। এমনই মত কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের। কর্ণাটকের হিজাব বিতর্কের বিষয়ে আরিফ মহম্মদ খানের (Kerala Governor Arif Mohammad Khan) দাবি হিজাব প্রথা (Hijab Controversy) দেশের মুসলিম সম্প্রদায়ের মহিলাদের (Muslim Woman) পিছিয়ে দিচ্ছে। কোনও মুসলিম মহিলার সৌন্দর্য (Beauty of Muslim women) ঢেকে রাখার জন্য নয়, তা ভগবানের দান, উপহার। আরিফ খানের মতে মহিলাদের সৌন্দর্য লুকিয়ে রাখার জন্য নয়। মানুষ ভগবানের দান দেখতে পান মহিলাদের মধ্যে। তাই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিজাব প্রথার পরিবর্তন আনা উচিত।