১৫ ই আগস্ট স্বাধীনতার ৭৫ তম বর্ষ, এই উপলক্ষে তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে আজাদী কি অমৃত মহোৎসব পালন করলেন কৃষ্ণনগর বিএসএফ
এবছর ১৫ ই আগস্ট স্বাধীনতার ৭৫ তম বর্ষ | প্রধানমন্ত্রী স্বয়ং হার ঘর তিরঙ্গার মানে সব ঘরে পতাকা রাখার আহ্বান করেছেন | সেই মত সারা দেশ জুড়ে হার ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে | নদীয়ার কৃষ্ণনগর বিএসএফ হেডকোয়ার্টারেও পালিত হল এই কর্মসূচি | তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে মোটরবাইক র্যালিতে অংশ নিল বিএসএফ জওয়ানরা | নদীয়া জুড়ে প্রায় চার হাজার সাধারণ মানুষকে জাতীয় পতাকা বিলি করার সিদ্ধান্ত নেয় তারা