Amarnath Cloud Burst: অমরনাথ উদ্ধারকাজে নেমেছে হেলিকপ্টা, ক্রমশই খারাপ হচ্ছে আবহাওয়া

Amarnath Cloud Burst: অমরনাথ উদ্ধারকাজে নেমেছে হেলিকপ্টা, ক্রমশই খারাপ হচ্ছে আবহাওয়া

Published : Jul 09, 2022, 11:16 AM IST

অমরনাথ যাত্রায় পবিত্র গুহার সামনে হড়পা বান। শুক্রবার বিকেল ৫.৩০টায় হড়পা বান আসে। ভেসে যায় একাধিক লঙ্গর, বহু ভক্ত এখনও নিখোঁজ। আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি অমরনাথে, গুহার পাশ দিয়ে জলের স্রোত। তীব্র জলের স্রোতের সঙ্গে ভেসে আসে পাথরের বিশাল বিশাল টুকরো। মুহূর্তের মধ্যে দুমড়ে দেয় একাধিক তাবু, সেখানে বিশ্রাম নিচ্ছিলেন অনেকে। শুক্রবার সন্ধ্যার মধ্যে ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। শনিবার সকালেও উদ্ধার কাজ শুরু হলে আরও ১ দেহ উদ্ধার 
৪০ জনের বেশি মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। ৬২ জন জখমকে উদ্ধার করা হয়েছে, এরমধ্যে কয়েক জন গুরুতর জখম। 

মেঘ ভাঙা বৃষ্টিতে প্রবল দুর্ঘটনার সামনে অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ে ১৫টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ৪০-এর বেশি মানুষ। আইটিবিপি-র সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মৃত ১৫দের মধ্যে মহিলা ৭জন, পুরুষ ৬ জন। আরও ২ জন মৃতের লিঙ্গ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ৬২ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জন মেঘ ভাঙা বৃষ্টির জেরে হওয়া হড়পা বানের জেরে যে পাথরের টুকরো ভেসে এসেছিল তার নিচে চাপা পড়েছিল। অমরনাথের মাঝে মাঝেই হালকা বৃষ্টি হচ্ছে। যদিও জোর কদমে উদ্ধার কাজ চালানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে হেলিকপ্টারও নামানো হয়েছে উদ্ধার কাজে সহায়তা করার জন্য। ১১ জন জখমকে ইতিমধ্যেই অমরনাথের পবিত্র গুহার সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নীলগিরি হেলিপ্যাডে। আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। যে ভক্তরা যেখানে ছিলেন তাদের সেখানে আপাতত অবস্থান করিয়ে রাখা হয়েছে। বৃষ্টি এবং হড়পা বানের জেরে অমরনাথের যাওয়ার রাস্তার বেশকিছুটা অংশ পিছল হয়ে গিয়েছে।

07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী
10:10Tejas Crash : শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তেজস-কে বাঁচাতে, চোখের জলে শেষ বিদায় শহিদ পাইলটকে
06:49Chirag Paswan: 'বিহার জয় করেছি, এবার বাংলা জয় করব', তৃণমূলকে হুঙ্কার চিরাগ পাসওয়ানের
23:15Bihar CM Oath : মঞ্চে বসে মোদী, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ, এবার মন্ত্রী হলেন কারা?