নিউ ম্যাঙ্গালোরে নোঙর করেছে বিলাসবহুল জাহাজ এইডঅ্যাভিটা। গোয়া থেকে প্রায় ১২০০ পর্যটককে নিয়ে যাত্রা করে এই বিলাসবহুল জাহাজ। পরবর্তী গন্তব্য কোচি। তার আগে কিছু সময়ের জন্য নিউ ম্যাঙ্গালোরে বিশ্রাম নিচ্ছে এইউঅ্যাভিটা। এই বিলাসবহুল জাহাজের অধিকাংশ যাত্রীই বিদেশি। ভারতের ঘুরতে আসা পর্যটকরা এই জাহাজে করে ঘুরে বেড়াচ্ছেন দেশের উপকূলবর্তী শহরগুলি। নিউ ম্যাঙ্গালোরে পর্যটকদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। তারিয়ে তারিয়ে তা উপভোগ করলেন সকলে।
নিউ ম্যাঙ্গালোরে নোঙর করেছে বিলাসবহুল জাহাজ এইডঅ্যাভিটা। গোয়া থেকে প্রায় ১২০০ পর্যটককে নিয়ে যাত্রা করে এই বিলাসবহুল জাহাজ। পরবর্তী গন্তব্য কোচি। তার আগে কিছু সময়ের জন্য নিউ ম্যাঙ্গালোরে বিশ্রাম নিচ্ছে এইউঅ্যাভিটা। এই বিলাসবহুল জাহাজের অধিকাংশ যাত্রীই বিদেশি। ভারতের ঘুরতে আসা পর্যটকরা এই জাহাজে করে ঘুরে বেড়াচ্ছেন দেশের উপকূলবর্তী শহরগুলি। নিউ ম্যাঙ্গালোরে পর্যটকদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। তারিয়ে তারিয়ে তা উপভোগ করলেন সকলে।