Mamata in Mumbai: 'মানুষের সরকার চাই', শান্তিপূর্ণ দেশ গড়ার ডাক দিলেন মমতা

Mamata in Mumbai: 'মানুষের সরকার চাই', শান্তিপূর্ণ দেশ গড়ার ডাক দিলেন মমতা

Published : Dec 01, 2021, 04:59 PM ISTUpdated : Dec 02, 2021, 10:03 AM IST

মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি। মূলত শিবসেনা এবং এনসিপি-র সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও মহারাষ্ট্রের বিদ্বজনেদের সঙ্গেও বৈঠক করেন।
 

বুধবার মুম্বই সফরের দ্বিতীয় দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি। মূলত শিবসেনা এবং এনসিপি-র সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও মহারাষ্ট্রের বিদ্বজনেদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মহেশ ভাট, জাভেদ আখতার, শত্রুঘ্ন সিনহারা। মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি। মূলত শিবসেনা এবং এনসিপি-র সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও মহারাষ্ট্রের বিদ্বজনেদের সঙ্গেও বৈঠক করেন। বিদ্বজনেদের সঙ্গে বৈঠকে মানুষের সরকার-এর কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মহেশ ভাট, জাভেদ আখতার, শত্রুঘ্ন সিনহারা। বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। সেখানেই মমতার প্রশংসাও করতে শোনা গেল রিচাকে। 'ভবিষ্যত প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই', বৈঠকের মাঝেই মমতাকে বলেন রিচা চাড্ডা। বিজেপিকে সরালেই দেশের উন্নতি হবে বলতেও শোনা গেল তাঁকে। সেই কথায় সায়ও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

10:52দীপু দাসের হত্যা, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি RSS প্রধান মোহন ভাগবতের
03:44'মুসলিমদের এমন আচরণে আমাদের মাথা নত হয়ে যায়' বাংলাদেশ নিয়ে মন্তব্য মাদানির
04:26India Bangladesh : বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার, দেশজুড়ে তীব্র বিক্ষোভ! হিন্দু ঐক্যের ডাক
12:05'হিন্দু মেরে ইসলামিক দেশ হতে চাইছে বাংলাদেশ' হস্তক্ষেপ করবেন মোদী?
08:05Bangladesh India : 'ভারতকে চোখ রাঙালে বরবাদ হবে বাংলাদেশ' হুঁশিয়ারি ভারতীয় মুসলিম সমাজের
07:26Bangladesh Unrest : দিকে দিকে খুন আর অগ্নিসংযোগ, মৌলবাদীদের তাণ্ডবে তছনছ বাংলাদেশ
05:48India Bangladesh : ভারত বিদ্বেষ, বাংলাদেশের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞের চাঞ্চল্যকর মন্তব্য!
20:23অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের
04:15'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
06:08সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
Read more