ভোটমুখী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেখানকার এক জনসভায় বক্তব্য় রাখেন তিনি। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে দেখাও করেন। এদিন তিনি ১ হাজার কোটির প্রকল্পের কথা ঘোষণা করেন।
ভোটমুখী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেখানকার এক জনসভায় বক্তব্য় রাখেন তিনি। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে দেখাও করেন। এদিন তিনি ১ হাজার কোটির প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা উপকৃত হবেন। একথাও তাঁকে বলতে শোনা যায়। মহিলাদের সঙ্গে আলাদা ভাবেও দেখা করেন তিনি। কীভাবে মহিলারা কাজ করেন সেই নিয়ে কথাও বলেন। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের সাফল্যের গল্প প্রধানমন্ত্রীকে শোনান। প্রধানমন্ত্রীও নিজেও তাঁদের একাধিক প্রশ্ন করেন। তাঁরা কীভাবে কাজ করেন সেই সব কথাও তাঁদের জিজ্ঞাসা করেন। সেখানে মহিলাদের প্রশংসাও করতে শোনা যায় তাঁকে। শুধু তাই সেখানে অনেক মহিলারা তাঁদের সন্তানকে নিয়ে গিয়েছিলেন। সেই সব শিশুদের আদরে ভরাতেও দেখা যায় তাঁকে। এই অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।