৮ অক্টোবর দিনটি প্রতি বছর বায়ু সেনা দিবস হিসাবে পালিত হয়। ওই দিনই বায়ু সেনাদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে জানালেন বায়ুসেনা দল শুরুর ইতিহাস। ১৯৩২ সালের ৮ অক্টোবর প্রথম বায়ু সেনা দল গঠন হয়। মাত্র ৬ জন পাইলট ও ১৯ জন বায়ু সেনাকে নিয়ে এই দলের সূচনা হয় সেই সময়। এখন সেই বায়ুসেনা দলই একটি শক্তিশালী সেনা দলে পরিণত হয়েছে। যারা সময় তারা আমাদের দেশকে রক্ষা করে চলেছে। শুধু তারাই নয় ভারতীয় সেনা থেকে নৌ-সেনা সকলেই দেশের জন্য নিজেদের প্রাণ দিতে প্রস্তুত। দেশের জন্য তাদের ত্যাগ অনস্বীকার্য তা বলাই বাহুল্য। আমরা যে রাতে শন্তির ঘুম ঘুমাতে পারি কোনও চিন্তা ছাড়া, সেটাও হয়ত তাদের জন্যই। আর তাই বায়ুসেনা দিবসে তাদের শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ টুইট করেলেন প্রধানমন্ত্রী।