মঙ্গলবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নয়া প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন গোরক্ষপুরে মোদীর সভায় দেখা গিয়েছে জনজোয়ার। তাঁর সঙ্গে সেখানে ছিলেন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে নয়া প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি। এদিন গোরক্ষপুর) (Gorakhpur) মোদীর সভায় দেখা গিয়েছে জনজোয়ার। তাঁর সঙ্গে সেখানে ছিলেন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেখানে প্রধানমন্ত্রী একটি সার তৈরির কারখানা উদ্বোধন করেন। এছাড়াও তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIMS) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-গোরক্ষপুর রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার-এর একটি অত্যাধুনিক ল্যাবেরও উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। সেখানে তিনি বক্তব্যও রাখেন। তাঁর এই অনুষ্ঠানে দেখা যায় অগুনতি মানুষের ঢল। প্রসঙ্গত, আগামী বছরেই রয়েছে উত্তরপ্রদেশে ভোট। তার আগেই এই একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।