ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের পাশ বরাবর চাষের জমিতে পতাকা হাতে নিয়ে বিএসএফ ও কৃষকদের চাষ করার ছবি উঠে এলো, অভিনব ছবি বসিরহাট মহকুমার গোবিন্দপুর গ্রামের |
সারা দেশ জুড়ে পালন হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস | বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ান ও মেতেছে স্বাধীনতা দিবস পালনে | তারা কৃষকদের সাথে মেতে উঠলেন পতাকা হাতে নিয়ে চাষ করতে | বসিরহাট মহকুমার গোবিন্দপুর গ্রামের কৃষকের হাতে জাতীয় পতাকা তুলে দেন তারা | ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সাইকেল সমাবেশ বার করা হয় তাদের উদ্যোগে |