স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে দেশ, তার আগে রেড রোডে চলল প্যারেডের চূড়ান্ত মহড়া
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই স্বাধীনতা দিবস | এবছরের ১৫ আগস্ট দিনটা একটু বেশিই স্পেশাল | স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে দেশ | স্বাধীনতা দিবসের জন্য সারা দেশ প্রস্তুতি নিচ্ছে | কলকাতার রেড রোডেও চলল প্যারেডের চূড়ান্ত মহড়া