দেশজুড়ে সিএএ ও এনআরসি নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই উৎসবের আমেজ নিয়ে এল ক্রিসমাস। প্রভুর যিশুর জন্মদিনে কলকাতার মতই সেজে উঠেছে মুম্বই, তিরুবন্তপুরম, গোয়া সহ দেশের নানা প্রান্তের চার্চগুলি।
দেশজুড়ে সিএএ ও এনআরসি নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই উৎসবের আমেজ নিয়ে এল ক্রিসমাস। প্রভুর যিশুর জন্মদিনে কলকাতার মতই সেজে উঠেছে মুম্বই, তিরুবন্তপুরম, গোয়া সহ দেশের নানা প্রান্তের চার্চগুলি। রাত ১২টা বিশেষ প্রার্থনার আসর বসে। এই বিশেষ প্রার্থনায় অংশ নিতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কচিকাচাদের হাত ধরে বড়দিন চেটেপুটে উপভোগ করছেন বড়রাও।