বুধবার ডাক বিভাগের বামপন্থী কর্মচারী সংগঠন এবং পরিষেবা প্রদানকারী এজেন্ট সংগঠনের আহ্বানে বেসরকারীকরনের বিরুদ্ধে দেশ জুড়ে এক দিনের পোস্টাল সার্ভিসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে |
দেশ জুড়ে এক দিনের পোস্টাল সার্ভিস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে | ধর্মঘটের প্রভাব পরলো জলপাইগুড়িতে ও | কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন | বামপন্থী কর্মচারী সংগঠন এবং পরিষেবা প্রদানকারী এজেন্ট সংগঠনের আহ্বানে এই ডাক ধর্মঘট | ধর্মঘটকারীরা অফিসের প্রধান গেটে ফ্ল্যাগ, ফেস্টুন লাগিয়ে বন্ধ করে দিয়েছে |