মহারাষ্ট্রে কারা সরকার গঠন করবে তা নিয়ে এখনও খুলল না জট। এর মধ্যে মুম্বইয়ে ঠাকরে হাউস মাতশ্রীর সামনে পড়ল পোস্টার। আর এই পোস্টার ঘিরেই তৈরি করে তৈরি হয়েছে বিতর্ক। শইবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাড়ির সামনে পোস্টারে আদিত্য ঠাকরের একটি ছবি দিয়ে লেখা রয়েছে, 'আমাদের বিধায়ক, আমাদের মুখ্যমন্ত্রী'। শিবসেনার এক কর্মী হাজি হালিম খান এই পোস্টারটি দিয়েছেন বলে জানা গেছে। এবারই মুম্বইয়ের ওরলি থেকে ভোটে জিতে প্রথমবার বিধায়ক হয়েছেন আদিত্য। মহারাষ্ট্রে বিধানসভার ফল বেরোনোর পর কেটে গিয়েছে এক সপ্তাহ। কিন্তু কে মুখ্যমন্ত্রীর আসনে বসবে তা নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে চলছে দড়ি টানাটানি।
মহারাষ্ট্রে কারা সরকার গঠন করবে তা নিয়ে এখনও খুলল না জট। এর মধ্যে মুম্বইয়ে ঠাকরে হাউস মাতশ্রীর সামনে পড়ল পোস্টার। আর এই পোস্টার ঘিরেই তৈরি করে তৈরি হয়েছে বিতর্ক। শইবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাড়ির সামনে পোস্টারে আদিত্য ঠাকরের একটি ছবি দিয়ে লেখা রয়েছে, 'আমাদের বিধায়ক, আমাদের মুখ্যমন্ত্রী'। শিবসেনার এক কর্মী হাজি হালিম খান এই পোস্টারটি দিয়েছেন বলে জানা গেছে। এবারই মুম্বইয়ের ওরলি থেকে ভোটে জিতে প্রথমবার বিধায়ক হয়েছেন আদিত্য। মহারাষ্ট্রে বিধানসভার ফল বেরোনোর পর কেটে গিয়েছে এক সপ্তাহ। কিন্তু কে মুখ্যমন্ত্রীর আসনে বসবে তা নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে চলছে দড়ি টানাটানি।