কংগ্রেসের যোগদানের পরিকল্পনা আগেই ভেস্তে গেছে। সেই ঘটনার মাত্র এক সপ্তাহ পরে নতুন ইঙ্গিত দিলেন প্রশান্ত কিশোর। সোমবার সকালেই টুইট করে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা উস্কে দিলেন তিনি।
কংগ্রেসের যোগদানের পরিকল্পনা আগেই ভেস্তে গেছে। সেই ঘটনার মাত্র এক সপ্তাহ পরে নতুন ইঙ্গিত দিলেন প্রশান্ত কিশোর। সোমবার সকালেই টুইট করে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা উস্কে দিলেন তিনি।
সোমবার সকাল থেকেই প্রশান্ত কিশোরের টুইট ঘিরে আলোচনা শুরু হয়। তিনি নিজের রাজনৈতিক দল গঠনের কথা বলেন। তবে টুইটে রয়েছে অস্পষ্টতা। কাজের জন্য নিজের রাজ্য বিহারকেই তিনি বেছে নিতে পারেন বলেও জানিয়েছেন। প্রশান্ত কিশোর বেশ কয়েক বছর ধরেই কংগ্রেসে যোগাদান করার ইচ্ছে প্রকাশ করে আসছিলেন। একাধিকবার রাহুল গান্ধী সনিয়া গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। দ্বিতীয় পর্বেও কংগ্রেসের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা বলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস তাঁকে দলে নেয়নি। তারপর হাত গুটিয়ে বসে না থেকে প্রশান্ত কিশোর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন বলেও মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা আই-প্যাক আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় ও কেসিয়ারের সঙ্গে কাজ করছে।