রাম জন্মভূমি বিতর্ক এখন এক ইতিহাস। আর এই ইতিহাসের হাত ধরে এখন যে বিষয়টি সামনে উঠে এসেছে তা হল রাম মন্দির। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করতেই রাম মন্দির তৈরির বিষয়টি পাকা হয়ে গিয়েছিল।
রাম মন্দির নির্মাণে সবচেয়ে বড় চিন্তা ভক্তদের ভিড়। বিশাল এলাকা নিয়ে রাম মন্দির তৈরি হচ্ছে। কিন্তু একসঙ্গে লাখ খানেকের বেশি ভক্তের ভিড় সামলানো কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। মন্দির খুলে রাখার সময়সীমা ১২ ঘণ্টা অথবা ১৪ ঘণ্টা করা যায় কি না তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্য়ান নৃপেন্দ্র মিশ্র। রাম মন্দিরে ভক্তরা মূল গর্ভগৃহের সামনে ৭ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে পারবেন না। এমন কথাও শুনিয়েছেন তিনি। সুতরাং, ভক্তরা দূর-দূরান্ত থেকে এসে মাত্র ৭ সেকেন্ডের জন্য রামলালাকে দর্শণ করবেন! এটা ভক্তরা সহজে মানবেন না। তবে কীভাবে রাম-এর বিগ্রহের সামনে দর্শণের সময়সীমা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন নৃপেন্দ্র। রাম মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরা হচ্ছে। সুতরাং আগামী দিনে অযোধ্যায় দেশি ভ্রমণার্থীদের সঙ্গে সঙ্গে বিদেশী পর্যটকদেরও ভিড় হবে। এর জন্য যোগী সরকার অযোধ্যার সৌন্দর্যায়ণে জোর দিয়েছে এবং বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।