করোনার পর মুখ থুবরে পড়ে ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতির হাল ফেরাতেই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীর্ঘদিন ধরে করোনার জেরে মুখ থুবরে পড়ে ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতির হাল ফেরাতেই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২-২৩ কেন্দ্রীয় বাজেটের তারিখ যতই এগিয়ে আসছে, তার প্রস্তুতিও শুরু হচ্ছে জোর কদমে। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও প্রস্তুতি শুরু করেছেন বলে সরকারি সূত্রে খবর। সেই লক্ষ্যেই শুক্রবার মোদী বেসরকারি অর্থলগ্নীকারী সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। যার মধ্যে অন্যতম ছিল ভারতকে কীভাবে বিনিয়োগের গন্তব্যে পরিণত করা যায়, সে বিষয়ে অর্থলগ্নীকারী সংস্থার কর্ণধারদের সঙ্গে পরামর্শও চান মোদী। ২০২০ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী মোদী ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদশালী ২০ জন মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে দেখা করেছিলেন। এবার প্রথমসারির লগ্নিকারীদের সঙ্গে বৈঠকে মোদীর।