Mamata in Mumbai: 'বিজেপি মুক্ত ভারতে মমতাই প্রধানমন্ত্রী', রিচার কথায় আপ্লুত মমতা

বুধবার মুম্বই সফরের দ্বিতীয় দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি। মূলত শিবসেনা এবং এনসিপি-র সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও মহারাষ্ট্রের বিদ্বজনেদের সঙ্গেও বৈঠক করেন।

বুধবার মুম্বই সফরের দ্বিতীয় দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি। মূলত শিবসেনা এবং এনসিপি-র সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও মহারাষ্ট্রের বিদ্বজনেদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মহেশ ভাট, জাভেদ আখতার, শত্রুঘ্ন সিনহারা। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। সেখানেই মমতার প্রশংসায় পঞ্চমুখ রিচা। 'ভবিষ্যত প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই', বৈঠকের মাঝেই মমতাকে বললেন রিচা চাড্ডা। বিজেপিকে সরালেই দেশের উন্নতি হবে বলতেও শোনা গেল তাঁকে। সেই কথায় সায়ও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'ভারতের পরবর্তী মহিলা প্রধানমন্ত্রী মমতাই'। মুম্বই-এ বিদ্বজনেদের সভায় ভবিষ্যতবাণী রিচা চাড্ডার। মমতার সামনেই বিজেপি মুক্ত ভারত গড়ার ডাক রিচার। মোদী সরকারকে নাৎসি ক্ষমতায়ণের সঙ্গে তুলনা রিচার। এমন এক সময়ের প্রতিনিধি হিসাবে নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এইভাবে মোদী সরকারের সমালোচনা। কট্টর সমালোচনায় সরব হলেন অভিনেত্রী রিচা চাড্ডা। মোদী সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনাতেও সরব রিচা চাড্ডা। চিন যে আগ্রাসী মনোভাব নিয়েছে তার জন্য মোদী সরকারে দিকে আঙুল। আঙুল তোলার সাহস দেখালেন রিচা চাড্ডা। দেশকে ঐক্যবদ্ধ করতে বিজেপি মুক্ত ভারত জরুর বলে মন্তব্য রিচার।

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন
Read more