অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি ছেলে। গাঁজার নেশায় বারবার বাড়ি থেকে পালাত ছেলে। এবার ছেলে ঘরে ফিরতেই তাঁকে গাছে বাঁধলেন মা। গাছের সঙ্গে বেঁধে মুখে মাখিয়ে দিলেন লঙ্কার গুঁড়ো। জ্বালায় ছটফট করতে থাকে ছেলেটি।
অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি ছেলে। এরপরই গাঁজার নেশা ধরে সে। গাঁজার নেশায় বারবার বাড়ি থেকে পালাত ছেলে। নেশার জন্য অধিকাংশ সময়েই বাড়ি থাকত না ছেলে। এবার ছেলে ঘরে ফিরতেই তাঁকে কড়া শাস্তি দিল মা। ছেলে ঘরে ফিরতেই তাঁকে গাছের সঙ্গে বেঁধে ফেলেন মা। গাছের সঙ্গে বেঁধে মুখে মাখিয়ে দেন লাল লঙ্কার গুঁড়ো। জ্বালায় ছটফট করতে থাকে ছেলেটি। ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে হায়দরাবাদের কোডাডের গাঁধীনগর এলাকায়। ভিডিওটি ভাইরাল হতেই জানা যায় ছেলেটি গাঁজা খেত এবং তারই শাস্তি এই ভাবে পেতে হয়েছে তাঁকে। এমনকী ভিডিওটিতে দেখা যায়, ছেলেটি মুখ ঢাকতে গেলে অন্য একজন মহিলা তার হাত সরিয়ে দেয় যাতে মুখো লঙ্কার গুঁড়ো দেওয়া যায়। তাঁকে সেখানে বাঁচাতে কেউ ছুটেও যায়নি। ঘটনার ভিডিও সামনে আসতেই অনেকে অনেকরকম মন্তব্য করেছেন।