জাতির উদ্দেশে অটল টানেলকে উৎসর্গ প্রধানমন্ত্রীর, এক নজরে অটল টানেলের ইতিহাস

জাতির উদ্দেশে অটল টানেলকে উৎসর্গ প্রধানমন্ত্রীর, এক নজরে অটল টানেলের ইতিহাস

Published : Oct 03, 2020, 12:45 PM ISTUpdated : Oct 03, 2020, 01:12 PM IST
  • জাতির উদ্দেশে অটল টানেলকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের আর্থিক বিকাশে এক বিপ্লবের নাম অটল টানেল
  • প্রতিরক্ষা থেকে শুরু করে আর্থিক বিকাশে গুরুত্বপূর্ণ এই টানেল
  • এক নজরে জেনে নিন অটল টানেল সংক্রান্ত বিস্তারিত তথ্য

দশ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেলের নাম এখন অটল টানেল। রোটাং টানলকেই অটল টালেন নাম দেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিকাশের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার এটা আরও এক ধাপ। দেশের আর্থিক বিকাশের এক বিপ্লবও বলা যায় এই অটল টানেলকে। প্রতিরক্ষা থেকে শুরু করে আর্থিক বিকাশে গুরুত্বপূর্ণ এই টানেল। অটল টানেলের দৈর্ঘ্য ৯.০২ কিলোমিটার। সুড়ঙ্গের ভিতরে দুই লেনের রাস্তা, এছাড়াও দুই দিকে রয়েছে ফুটপাত। সুড়ঙ্গের ভিতরে থাকা ফুটপাতগুলি একটা দিকে চওড়ায় ৮ মিটার, অন্যদিকে ১ মিটার। সুড়ঙ্গের ভিতরে গাড়ির সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। টানেলে সারা দিনে ৩০০০ গাড়ি এবং ১৫০০ ট্রাক যাতায়াত করতে পারবে। সুড়ঙ্গের ভিতরে অক্সিজেনের মাত্রা-কে ঠিক রাখার জন্য সেমি-ট্রান্সভার্স প্রযুক্তি-কে কাজে লাগানো হয়েছে। এছাড়াও SCADA নিয়ন্ত্রিত প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে সুড়ঙ্গের ভিতরে কোনও অগ্নিসংযোগ বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনাকে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণের জন্য। সুড়ঙ্গের ভিতরে প্রতি ১৫০ মিটার অন্তর টেলিফোন রাখা রয়েছে এমার্জেন্সি কলের জন্য। গোটা টানেল জুড়ে রয়েছে অগ্নিনির্বাপনের জন্য জলের পাইপ লাইন। অগ্নিনির্বাপনে পাইপলাইনের মাধ্যমে জল দেওয়ার জন্য প্রতি ৬০ মিটার অন্তর ফায়ার হাইড্র্যান্ট পাম্প বসানো হয়েছে। সুড়ঙ্গের ভিতরে প্রতি ২৫০ মিটার অন্তর রয়েছে সিসিটিভি ক্যামেরা। বাতাসের মান যাচাই-এর জন্য ১ কিলোমিটার অন্তর মনিটরিং যন্ত্র বসানো হয়েছে। ২৫ মিটার অন্তর ইভাকুয়েশন বা এক্সিট গেট রাখা হয়েছে। আগুনের সম্ভাবনাকে নজরদারি করার জন্য প্রতি ৫০ মিটার অন্তর ফায়ার রেটেড ড্যাম্পার বসানো হয়েছে। এছাড়াও প্রতি ৬০ মিটার অন্ত ক্যামেরাও বসানো হয়েছে সমস্ত কিছুকে নজরদারি করার জন্য। মূল টানেলের নিচে রয়েছে একটি ছোট্ট টানেল, যেখানে একটি মাত্র গাড়ি একটা সিঙ্গল লাইনে যাবে। এই ছোট টানেলটি তৈরি হয়েছে এমার্জেন্সি এক্সিটের জন্য। রোটাং পাসে এই এই টানেল তৈরির পরিকল্পনা স্বাধীনতার পর পর চিন্তায় আনা হলেও তা কার্যকর হতে শুরু করে নব্বই-এর দশক থেকে। ইউপিএ সরকারের দ্বিতীয় শাসনকালে এই ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল। এরপর নানাভাবে এই কাজ আটকে থাকলেও ৩০০০ জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফল এই অটল টানেল অবশেষে ২০২০ সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে।

11:10'আমি শুধুই কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস' এমন মন্তব্য করে চমকে দিলেন মোদী!
07:04Nitin Nabin : বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন, বাংলা নিয়ে নতুন ভাবনা! দেখুন
09:01Kishtwar Encounter : কিশতোয়ারে সেনার এনকাউন্টার! জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা, ড্রোন ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি
06:32'মা কালীর ভূমির সঙ্গে আজ মা কামাখ্যা জুড়ে গেল' বন্দে ভারত উদ্বোধনে বিরাট বার্তা মোদীর
12:52মুম্বই সহ মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড় জয়ের উচ্ছ্বাস বিজেপির, এবার কি বাংলাতেও গেরুয়া ঝড়
19:34মরুশহরে শক্তির গর্জন, ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ও সাহসিকতার সামরিক প্যারেড
03:03IPAC-কাণ্ডে বড় ধাক্কা হাইকোর্টে তৃণমূলের! মমতাকে তীব্র আক্রমণ বিজেপির
09:31আদালতে নির্দোষ প্রমাণিত বাবা-মা, তবুও জার্মানিতে বন্দি ছোট্ট আরিহা, সাহায্য চাইল পরিবার
07:45'পাকিস্তানে ঢুকে গ্রাউন্ড অ্যাকশনের জন্য প্রস্তুত ছিল সেনা' কড়া বার্তা সেনাপ্রধানের
07:12মোদীর মোক্ষম চাল! 'ভারতই সবথেকে গুরুত্বপূর্ণ' দিল্লিতে পা রেখেই বার্তা মার্কিন রাষ্ট্রদূতের