বিয়ের মরশুমে রেকর্ড হারে দাম কমেছে সোনার। বিয়ের মরশুমের পাশাপাশি মঙ্গলবার ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় অনেকেই সোনা কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের।
যেকোনও শুভ অনুষ্ঠান মানেই সোনা কেনা চল রয়েছে। যেকোনও শুভ দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। আর এই বৈশাখ মাস মানেই বিয়ে। বিয়েতে কম বেশি সকলেই সোনা কিনে থাকে। বিয়ের মরশুমে এবার রেকর্ড হারে দাম কমেছে সোনার। বিয়ের মরশুমের পাশাপাশি মঙ্গলবার ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় অনেকেই সোনা কিনে থাকেন। ধনতেরস এবং অক্ষয় তৃতীয়ায় সোনা ঘরে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন সোনা কিনলে লক্ষ্মী লাভ হয় বলেই মনে করেন অনেকে। আর এই অক্ষয় তৃতীয়ায় সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। অক্ষয় তৃতীয়ার পরের দিনও অনেকটাই কম সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭,২০০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫১,৫১০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাজারে ১ কেজি রুপোর আজকের দাম ৬২,৩০০ টাকা।