কলকাতায় বিপুল ভোটে জয়ী তৃণমূল। তৃণমূলের জয়ের আনন্দে মেতেছে ত্রিপুরার তৃণমূল সমর্থকরা। পুরভোটে তৃণমূলের জয়ে উৎসবের আমেজ ত্রিপুরায়। সেখানেও সবুজ আবির উড়িয়ে জয়ের উল্লাস তৃণমূলের।
কলকাতায় বিপুল ভোটে জয়ী তৃণমূল। তৃণমূলের জয়ের আনন্দে মেতেছে ত্রিপুরার তৃণমূল সমর্থকরা। পুরভোটে তৃণমূলের জয়ে উৎসবের আমেজ ত্রিপুরায়। সেখানেও সবুজ আবির উড়িয়ে জয়ের উল্লাস তৃণমূলের। কলকাতায় ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ড এখন তৃণমূলের দখলে। অন্যদিকে বিজেপি মাত্র ৩ টি ওয়ার্ডে জয়ী হয়েছে এবং কংগ্রেস ও সিপিএম-এর দখলে রয়েছে ২টি করে ওয়ার্ডে। বিপুল ভোটে জয়ী হয়ে এখন কলকাতা তৃণমূলের দখলে। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরুর পর থেকেই এগিয়ে ছিল তৃণমূল। যত সময় গড়াতে থাকে তৃণমূল আরও এগিয়ে যেতে থাকে। অবশেষে দিনের শেষে সবুজ আবিরে ঢাকে কলকাতার আকাশ, বিপুল ভোটে জয় হয় তৃণমূলের। আর এই জয়ের আনন্দেই মেতেছে ত্রিপুরা। সেখানেই এখন রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জয়ের আনন্দে মিষ্টিমুখ থেকে আবির খেলা সবই চলল সেখানেও।