অঙ্কিতা মামলায় উত্তাল উত্তরাখণ্ড, উত্তেজিত জনতা ভাঙচুর করে আগুন লাগায় রিসর্টে

বিজেপি নেতার ছেলের রিসর্টে কর্মরত ছিলেন অঙ্কিতা , ১৮ সেপ্টেম্বর রাত থেকেই নিখোঁজ হয়ে যান, খাল থেকে উদ্ধার হয় বছর ১৯ এর অঙ্কিতার দেহ, তারপরই উত্তেজিত জনতা ভাঙচুর করে রিসর্টে 

জ্বলছে রিসোর্ট। আর এই আগুন এক অসহার তরুণীর হত্যার প্রতিবাদ। এমনই বলছেন পারুই জেলার এই এলাকার বাসিন্দারা। এই জ্বলতে থাকা রিসোর্ট ভানাতারাতেই কাজ করতেন অঙ্কিতা। মাত্র ১৯ বছরের তরুণী অঙ্কিতার দেহ ঋষিকেশের চিল্লা ক্যানেল থেকে শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ  অশোক কুমার জানিয়েছেন, অঙ্কিতাকে দিয়ে যৌন বিনোদন এবং যৌন সম্পর্ক তৈরির জন্য চাপ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এমনকি তদন্তেও এর ইঙ্গিত মিলেছে। রিসোর্টের অতিথিদের-কে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু, অঙ্কিতা এতে কোনওভাবে রাজি ছিল না। যৌন অত্যাচারের কারণেই শুধুমাত্র হত্যা না আরও অন্য কোনও বৃহৎ বিষয় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশি তদন্তে জানা গিয়েছে, অঙ্কিতা এবং তাঁর বন্ধু দীপ পুশপ-এর মধ্যে চলা কিছু হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ এবং রেকর্ড থাকা অডিও কলিং-এর মধ্যে দিয়ে অপরাধের সন্ধান পায়। এই মেসেজ এবং কলিং-এর ভিত্তিতে ভানতারা রিসোর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর এবং সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্তাকে জেরা করা পুলিশ। জেরাতেই দুই জনে ভেঙে পড়ে অঙ্কিতাকে খুন করার কথা স্বীকার করে নেয় বলে দাবি পুলিশের। আর সেই ভিত্তিতে চিল্লার ক্যানেলেও তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। রিসোর্টের দুই কর্মীর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় পুলকিত আর্য্যকেও। 

05:14প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিচারণায় মোদী, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী04:15বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা09:16শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী