উত্তরপ্রদেশের প্রয়াগরাজের শিবকুটি পাড়ার একটি আবাসিক এলাকায় একটি কুমির ঢুকে পড়ে, বন কর্মকর্তারা আবাসিক এলাকা থেকে সরীসৃপটিকে সরানোর চেষ্টা করছেন, ভিডিও ভাইরাল
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চারিদিকে জলমগ্ন | আর সেই সময় একটি কুমির আবাসিক এলাকায় চলে আসে | স্থানীয়রা পুলিশ ও বন বিভাগকে খবর দেয় হয় | বন কর্মকর্তারা আবাসিক এলাকা থেকে সরীসৃপটিকে সরানোর চেষ্টা করেন | আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় | যদিও অনেক কসরত করে কুমির টিকে সরানো হয় |