ধরুণ রাস্তায় হাটতে বেড়িয়েছেন আপনি হঠাৎই সেই রাস্তাতেই আপনি একটি কুমিরকে দেখতে পেলেন হাটতে, কেমন লাগবে আপনার? ভাবছেন হয়ত তেমনটা আবার হয় নাকি। তবে তেমনটাই হয়েছে কর্নাটকের উত্তরা কন্নড় জেলার কোগিলাবান্না গ্রামে। সেখানকার রাস্তায় হেটে বেড়াতে দেখা গিয়েছে একটি আস্ত কুমিরকে। নদী থেকে কোনওভাবে লোকালয়ে চলে আসে কুমিরটি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। বন দফতরের কর্মীরা অবশ্য পরে তাকে উদ্ধার করে।