হাসপাতালের মধ্যে ডাক্তারদের নাচ এখন নতুন কিছু নয়। এই ভিডিও এখন হামেশাই দেখা যাচ্ছে নেট দুনিয়ায়। তবে এখানে এক ডাক্তারকে দেখা গেল নাচের মাঝেই ডিগবাজি খেতে। শুধু তাই নয়। পরণে হাসপাতালের পোশাক আর মুখে মাস্ক এই পরেই নাচ-গানে মত্ত চিকিৎসকরা। একজন চিকিৎসককে দেখা গেল আবার গিটার বাজাতেও। গানের তালে তালে বেশ দিব্যি নাচ করছেন চিকিৎসকরা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা আরও একবার ভাইরাল নেট দুনিয়ায়। দিশা পাটানিও শেয়ার করেছেন এই ভিডিওটি।